শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮, ০৫:০৭:৩৩

রোহিঙ্গারা রাখাইনে ঢুকলে গ্রাম ছেড়ে চলে যাবে রাখাইনের গ্রামবাসীরা

রোহিঙ্গারা রাখাইনে ঢুকলে গ্রাম ছেড়ে চলে যাবে রাখাইনের গ্রামবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক:  রোহিঙ্গাদের সঙ্গে আর থাকতে চায় না রাখাইনে বসবাসকারী গ্রামবাসীরা। রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফিরলে তারা গ্রাম ছেড়ে চলে যাবে। সম্প্রতি সেখানকার পরিস্থিতি অস্থিতিশীল থাকার নজির উঠে এসেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে। তবে গ্রামবাসীরা বলেছেন, রোহিঙ্গাদের সঙ্গে একসাথে বসবাস করা তাদের পক্ষে সম্ভব নয়।

স্কাই নিউজের প্রতিবেদনে ১৯৮০’র দশকে নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রত্যাখানের পর থেকেই দীর্ঘ সময় ধরে সামরিক প্রচারণার মাধ্যমে স্থানীয়দের রোহিঙ্গাবিদ্বেষী করে তোলার প্রমাণ উঠে এসছে প্রতিবেদনে।

গত বছর আগস্টে রাখাইনে রোহিঙ্গাবিরোধী সেনা অভিযান শুরুর পর অক্টোবরে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে জাতিগত নিধনের পরিকল্পনার তথ্য। ওই প্রতিবেদন অনুযায়ী, রাখাইন থেকে সব রোহিঙ্গাকে তাড়িয়ে দিয়ে তাদের আর ফিরে না আসা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে সেনা-প্রচারণা ও অভিযান চালায় মিয়ানমার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে