আন্তর্জাতিক ডেস্ক: “মনে হচ্ছে, আমি নতুন করে জন্মগ্রহণ করেছি। এটা আল্লাহর তরফে আমার জন্য বড় দয়া, যা আমার মনকে খুশিতে ভরিয়ে দিয়েছে”, বলছিলেন মিসরীয় হাজী সাবাহ সাঈদ।
কুড়ি লাখেরও বেশি লোক পবিত্র মক্কায় হজ্জ শেষে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। রাজনৈতিক উত্তেজনা ও উপকরণগত সমস্যা থাকলেও এবারে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই হজ্জ পালন শেষ করতে পেরেছেন হাজীরা।
সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, অতীতে পদদলন, অগ্নিকাণ্ড ও দাঙ্গার ঘটনা ঘটলেও এবার কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই হাজীরা হজ্জ পালন শেষ করতে পেরেছেন।
সৌদি আরবের কেন্দ্রীয় হজ্জ কমিটির প্রধান ও মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল বলেন, এই ব্যাপক জন সমাগম পরিচালনা করতে কর্মকর্তারা নতুন প্রযুক্তি কাজে লাগিয়েছেন।
বিভিন্ন স্থান থেকে মানুষের ঢল সামাল দিতে এ বছর হাজীদের বৈদ্যুতিক ব্রেসলেট দেয়া হয়েছিল।
মিনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা স্মার্ট হজ্জের আয়োজন করতে চেয়েছিলাম। আমরা শীঘ্রই পবিত্র স্থানগুলোর উন্নয়নে কাজ শুরু করব। সবকিছু দ্রুত যোগাযোগ ও প্রযুক্তি নির্ভর করে তোলা হবে।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী তওফিক আল রাবিয়াহ বলেন, রোগব্যধির প্রাদুর্ভাব ছাড়াই হাজীরা হজ্জ শেষ করতে পেরেছেন।