শনিবার, ২৫ আগস্ট, ২০১৮, ০২:৪৬:৩৪

আমাকে ক্ষমতাচ্যুত করলে সকলে খুব গরীব হয়ে যাবে: ট্রাম্প

আমাকে ক্ষমতাচ্যুত করলে সকলে খুব গরীব হয়ে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: তাকে ক্ষমতাচ্যুত করা হবে কি না, সেটা নিয়ে জল্পনা চলছে গোটা আমেরিকা জুড়ে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছেন ডোনাল্ড ট্রাম্পেই। একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেই দিলেন, আমাকে ক্ষমতাচ্যুত করলে গোটা দেশের অর্থনীতিতে ধস নামবে। সকলে খুব গরীব হয়ে যাবে।

নির্বাচনী প্রচারে বরাদ্দের বেশি অর্থ খরচ এবং যৌনসম্পর্ক থাকা দুই নারীকে নির্বাচনী তহবিল থেকে টাকা দেওয়ার অভিযোগ এনে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পক্ষে সুর তুলেছেন ট্রাম্প বিরোধীরা। কিন্তু সে সবে পাত্তা দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি বলেন, আমি খুব ভালো কাজ করছি। আমাকে ক্ষমতাচ্যুত করার কোনও প্রশ্নই ওঠে না। তবে বরাদ্দের বেশি টাকা খরচ করে যে তিনি ঠিক করেননি, সেটা মেনে নিয়েছেন ট্রাম্প। 

তবে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলস এবং এক প্রাক্তন প্লে-বয় মডেলকে (‌এদের দু'জনের সঙ্গেই ট্রাম্পের অবৈধ সম্পর্ক ছিল)‌ টাকা দেওয়ার সঙ্গে নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছে বলে মনেই করেন না ট্রাম্প। 

তিনি বলেন, আমি যাকে যা টাকা দিয়েছি, সেটা আমার ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছি। এটা কখনও কোনও অন্যায় হতে পারে না। আমি কাকে কী টাকা দেবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। 

তবে বিরোধীরা বলছেন, সেটাও অন্যায়। মার্কিন নির্বাচনবিধি অনুযায়ী, নির্বাচনে প্রভাব ফেলতে পারে, এমন কোনও বিষয়ে আর্থিক লেনদেন হলে সেটা নির্বাচন কমিশনকে জানাতে হবে। এক্ষেত্রে ট্রাম্প কিছুই জানাননি। 

দুই নারীর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের কথা সামনে এলে সেটা প্রেসিডেন্ট পদপ্রার্থীর ভাবমূর্তিতে প্রভাবিত করত। তাই তাদের মুখ বন্ধ করতেই টাকা দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে নির্বাচন কমিশনকে না জানানোটাও অন্যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে