শনিবার, ২৫ আগস্ট, ২০১৮, ০৩:০৯:৩৪

যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়েছে : মাহাথির

 যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়েছে : মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি পরমাণু সমঝোতা ছিল। তবে নানা অজুহাত দেখি তা থেকে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক সাক্ষাৎকারে মার্কিন সেই সিদ্ধান্তের সমালোচনা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সাক্ষাৎকারে মাহাথির বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা একঘরে হয়ে পড়েছে।

থাইল্যান্ডের বার্তা সংস্থা বিপিএসকে সাক্ষাৎকার দেন মাহাথির। এতে তিনি বলেন, পরমাণু সমঝোতা ত্যাগ করার কারণে আমেরিকা আগের চেয়ে বেশি একঘরে হয়ে পড়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সমাজ ওই আন্তর্জাতিক সমঝোতা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে একের পর এক আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের ভূমিকা রাখার সুযোগ সংকুচিত হয়ে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে