শনিবার, ২৫ আগস্ট, ২০১৮, ০৪:২০:১৭

হারাম শরীফ থেকে লাফ দিয়ে হাজীর আত্মহত্যা

হারাম শরীফ থেকে লাফ দিয়ে হাজীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কাবা ঘরের চারপাশে অবস্থিত হারাম শরীফের ছাদ থেকে নিচের ফ্লোরে (মাতাফ) লাফ দিয়ে ইরাকি নাগরিক হুসাইন হামিদ আল হায়দারি  আত্মহত্যা করেছে। শুক্রবার স্থানীয় সময় ৮ টায় এ ঘটনা ঘটে। পবিত্র হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা (আরবি) ও সৌদি আরবের সংবাদভিত্তিক ওয়েবসাইট উর্দু নিউজ। আত্মহত্যাকারীর লাফ দেওয়ার ফলে তওয়াফকারী দুই হাজী আহতও হয়েছেন। মসজিদে হারামের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার সকাল ৮ টা দশ মিনিটে তারা এ ঘটনার তদন্ত শুরু করে।

ওই হাজীর লাফ দেওয়ার পর আহত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আজইয়াদ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার আত্মহত্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ইরাকের হজ মিশনের মুখপাত্র হাসান ফাহাদ আল কিনানি জানিয়েছেন,  তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে কিছুদিন আগে তার এক ছেলে মারা যাওয়ায় সে মানসিকভাবে রোগাক্রান্ত ছিল বলে তার সফর সঙ্গীরা জানিয়েছে।

এর আগে গত জুন মাসেও মসজিদে আল হারামের তিন তলা থেকে লাফিয়ে পড়ে একজন ফ্রান্সের নাগরিক আত্মহত্যা করেছেন। মসজিদ আল হারামের মাতাফ অংশে ঝাঁপ দিয়েছিলেন তিনি।
ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ হলেও কাবার সামনে আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। ২০১১ সালেও একইভাবে আরেকজন ব্যক্তি মসজিদে আল হারাম থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। তাছাড়া গত বছরও কাবার সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল একজন। নিরাপত্তারক্ষীরা তাকে নিরস্ত করতে সক্ষম হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে