আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করা হবে বলেও গৃহবধূকে হুমকি দেয় মুরসিদ। ব্ল্যাকমেল করে একাধিক বার ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। স্নানে করতে গিয়ে বিপাকে পড়লেন গৃহবধূ। লুকিয়ে ভিডিও তুলে ব্ল্যাকমেল করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তাঁরই দেবরের বিরুদ্ধে।
নির্যাতিতা ওই গৃহবধূর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। অভিযুক্ত যুবক মুরসিদ আলেম মল্লিক সম্পর্কে ওই গৃহবধূরই দেবর। মহিলার স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে মুরসিদ ওই মহিলার স্নানের ভিডিও তুলে রাখে। এর পরে সেই ভিডিও দেখিয়েই চলে ব্ল্যাকমেল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করা হবে বলেও গৃহবধূকে হুমকি দেয় মুরসিদ। ব্ল্যাকমেল করে একাধিক বার ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। উপায় না পেয়ে শেষে বাপের বাড়ি চলে আসেন ওই বধূ।
এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই গৃহবধূ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত মুরসিদ আলেম মল্লিক।-এবেলা