সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ১২:৪৭:৫১

আইএস প্রধান নিহত

আইএস প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু সাদ এরহাবি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার। আইএস’র গোপন আস্তানায় অভিযানে এরহাবি নামের ওই আইএস প্রধান নিহত হন। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, নানগরহর প্রদেশে শনিবার রাতে অভিযানে এরহাবি নামের আইএস প্রধান নিহত হন। আইএসের দুইটি গোপন আস্তানায় আক্রমণে বিপুল সংখ্যক ভারী ও হালকা অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।   
তবে এ বিষয়ে আইএসের সংবাদমাধ্যম ‘আমাক’ কোন মন্তব্য করেনি। এদিকে ন্যাটো জোটের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে