সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ০১:০৬:৩৫

আগে নিজেকে বদলাও, পরে দেশ: ইমরানকে রেহাম খান

আগে নিজেকে বদলাও, পরে দেশ: ইমরানকে রেহাম খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনায় মুখর হয়েছেন তাঁর সাবেক স্ত্রী রেহাম খান। ইমরানের উদ্দেশে তিনি বলেছেন, আগে নিজে সৎ হও। নিজেকে বদলাও, পরে দেশকে বদলানোর কথা ভেবো।

২০১৫ সালে রেহামের সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ১০ মাস সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে। সম্প্রতি রেহামের একটি বই প্রকাশিত হয়েছে। সে বইয়ে অত্যন্ত কড়া ভাষায় সাবেক স্বামীর সমালোচনা করেছেন। সেখানে তিনি ইমরানকে অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবনকারী বলে অভিহিত করেছেন। ইমরানকে বহুগামী বলেও মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, ইমরান খান তিনটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী সাংবাদিক জেমিমা রহমান। পরে বিয়ে করেন পাকিস্তান বংশোদ্ভূত লিবিয়ার সুন্দরী রেহাম খানকে। ইমরান গত বছর বিয়ে করেন বুশরা মানেকাকে। সূত্র : দ্য গার্ডিয়ান
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে