সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ০৭:৪৭:১৬

মুহূর্তেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ২৪০ মিসাইল নিক্ষেপ করতে পারে এই তুর্কি আর্টিলারি!

মুহূর্তেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ২৪০ মিসাইল নিক্ষেপ করতে পারে এই তুর্কি আর্টিলারি!

আন্তর্জাতিক ডেস্ক:  মুহূর্তেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ২৪০ মিসাইল নিক্ষেপ করতে পারে এই তুর্কি আর্টিলারি! তুর্কি রকেট নির্মাতা প্রতিষ্ঠান 'রকেটসান' এ রেকর্ড করেছে। এ মিসাইল নিক্ষেপক থেকে মুহূর্তেই ২৪০টি মিসাইল নিক্ষেপ করা সম্ভব।

গত রবিবার নিক্ষেপক যানটির বিষয়ে তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদমাধ্যম। নির্মাতা রকেটসান বিষয়টি প্রকাশ করেছে। জোবারিয়া নামে বহুমুখি ক্রাশ রকেট লাঞ্চার সিস্টেম তৈরি করে এ রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। সংযুক্ত আরব আমিরাতের জন্য জোবারিয়া উৎপাদন করা হয়েছে।

বিশ্বে এ পর্যন্ত যত মিসাইল নিক্ষেপক রয়েছে তার মধ্যে জোবারা রকেট সিস্টেমে রকেটের ব্যারেলের সংখ্যা বেশি। মিসাইলগুলোর পাল্লা প্রায় ৩৭ কিলোমিটার। নিক্ষেপকটিকে বহন করার জন্য ১০ চাকার সেমিট্রেইলার ব্যবহার করা হয়েছে।-ডেইলি সাবাহ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে