মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ০১:২৯:০৬

ছিলেন পুরুষ, হলেন নারী; আবার ফিরে যান কোর্টে

ছিলেন পুরুষ, হলেন নারী; আবার ফিরে যান কোর্টে

আন্তর্জাতিক ডেস্ক: জন্মেছিলেন পুরুষ হয়ে। কিন্তু স্বভাব ছিল নারীদের মতোই। তাই পরিবার, সমাজ বা কর্মস্থলে তাকে নানাভাবে হতাশ হতে হয়েছে।

তাই সব হতাশা কাটিয়ে নিজেকে নারী হিসেবে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেন সায়ন্ত ঘোষ। লিঙ্গ পরিবর্তনের (রূপান্তরকামী) হয়ে সায়ন্ত ঘোষ এখন হয়েছেন মেঘ সায়ন্ত। ভারতের আলিপুরে এ ঘটনা ঘটেছে।

শুধু নামের বদল নয়, একজন রূপান্তরকামী আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। একই সঙ্গে পরিচিত হয়েছেন নৃত্যশিল্পী হিসেবে।

পুরুষ হিসেবেই ২০১১ সালে আইনে স্নাতক পাস করেন সায়ন্ত। আলিপুর কোর্টে প্র্যাকটিস শুরু করেন। কিন্তু প্রতিদিন অপমানের কারণে বাধ্য হয়ে আদালতে যাওয়া ছেড়ে দিয়েছিলেন সায়ন্তন।

পাঁচ বছর পর তিনি রূপান্তরকামী হন। যে কারণে তিনি কালো কোট একদিন ছেড়ে দিয়েছিলেন এরপর সেই কালো কোর্টকেই নিজের সম্মান প্রতিষ্ঠার হাতিয়ার বানান। আবার ফিরে যান কোর্টে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে