মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ০১:৪১:২৩

চলন্ত গাড়িতে বিশাল সাপ! ইঞ্জিন কভার খুলেই হতভম্ব নারী চালক

চলন্ত গাড়িতে বিশাল সাপ! ইঞ্জিন কভার খুলেই হতভম্ব নারী চালক

আন্তর্জাতিক ডেস্ক: গাড়িটা ঠিকঠাক চলছিল না। কিছু একটা গণ্ডগোল হচ্ছিল। তাই গাড়ি থামিয়ে ইঞ্জিন চেক করতে যান নারী চালক। কিন্তু ইঞ্জিন কভার খুলেই হতভম্ব হয়ে যান তিনি।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে গত ২৩ আগস্ট এ ঘটনা ঘটেছে। ওই নারী তার এসইউভি গাড়ি চালাচ্ছিলেন।

তিনি যখন ইঞ্জিন চেক করতে যান তখন সেখানে আরাম করে বসে ছিল বিশাল আকৃতির একটি সাপ।

সঙ্গে সঙ্গে তিনি তিনি পুলিশে খবর দেন। ওমরো পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা সাপটি সরাতে ব্যর্থ হয়ে সাপ-ধরিয়েকে খবর দেন।

সাপটিকে বের করে আনলে জানা যায়, সেটি একটি ‘বল পাইথন’। লম্বায় প্রায় ৪ ফুট। সাপটি কারোর পোষ্য। কোনোভাবে বেরিয়ে এসে গাড়িতে ঢুকে পড়ে সেটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে