মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ০১:৫২:৪২

ইমরান খানের নতুন চমক

ইমরান খানের নতুন চমক

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতায় বসতে না বসতেই চমক দেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক ধাক্কায় ডিজেলের দাম লিটারপ্রতি ১৭ টাকা কমিয়েছে তার সরকার।

পাকিস্তানের ফেডারেল পেট্রলিয়ামমন্ত্রী গুলাম সারওয়ার খান এ ঘোষণা দিয়েছে জানিয়েছেন, ভবিষ্যতে ডিজেলের দাম আরও ১৭ টাকা কমানো হবে।

বর্তমানে পাকিস্তানে পেট্রলের ৯৫ টাকা লিটার, যা ডিজেলের চেয়ে ১৮ টাকা বেশি।শিগগিরই ডিজেলের দাম আরও কমিয়ে পেট্রলের দামের সমান করা হবে।

পাকিস্তানে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১৩০ টাকা। ১৭ টাকা কমানোয় তা দাঁড়িয়েছে ১১৩ টাকায়। দ্রুত আরও ১৮ টাকা কমিয়ে ডিজেলের দাম আনা হবে ৯৫ টাকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে