বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮, ১১:৩৬:৫৫

সুচির নোবেল পুরস্কার নিয়ে যে পাকা সিদ্ধান্ত নিলো নরওয়ের কমিটি

সুচির নোবেল পুরস্কার নিয়ে যে পাকা সিদ্ধান্ত নিলো নরওয়ের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার নিয়ে পাকা সিদ্ধান্ত নিলো নরওয়ের নোবেল কমিটি। নরওয়ের নোবেল কমিটির সেক্রেটারি ওলাভ এনজোয়েলস্টাড জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুর কারণে মিয়ানমারের নেত্রী অং সান সু চির পুরস্কার কেড়ে নেওয়া বা প্রত্যাহার করা হবে না।

এর আগে, মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধে হস্তক্ষেপ করতে ব্যর্থ হওয়ায় সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবি উঠেছিল। 

ওলাভ এনজোয়েলস্টাড বলেন,পুরস্কার পাওয়ার মতো অতীতের কোনো অর্জনের জন্যই পদার্থ, সাহিত্য বা শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। ১৯৯১ সাল পর্যন্ত গণতন্ত্র ও মুক্তির জন্য সংগ্রামের কারণে ওই বছরই শান্তিতে নোবেল পুরস্কার পান অং সান সু চি। তিনি বলেন, যে নিয়মানুসারে নোবেল পুরস্কার দেয়া হয় সে নিয়মই এই পুরস্কার প্রত্যাহারের অনুমোদন দেয় না। এর আগে গত বছর নরওয়ের নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসনও জানিয়েছিলেন, সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করা হবে না।

প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে থেকে দেয়া হয়। আর বাকি পুরস্কারগুলো সুইডেন থেকে দেয়া হয়।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে