আন্তর্জাতিক ডেস্ক: আজ শুক্রবার মালয়েশিয়ায় ৬১তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে রক্তপাতহীন প্রক্রিয়ায় স্বাধীনতা অর্জন করে মালয়েশিয়া।
মালয়েশিয়ার পিং সিটি পুত্রাজায়ায় আজ স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। স্বাধীনতা দিবসে সকাল থেকেই সেখানে মানুষের ঢল নামে। স্কুলছাত্র থেকে সরকারি-বেসরকারি খাতের কর্মচারীদের ১৮ হাজারেরও বেশি লোক প্যারেডে অংশগ্রহণ করে।
সকালেই স্বাধীনতা দিবসের র্যালিতে উপস্থিত ছিলেন রাজা ইয়াং ডি পারতুয়ান আগং সুলতান মুহম্মদ ভি, প্রধানমন্ত্রী তুন মাহাথির মোহাম্মদ এবং স্ত্রী সিতি হাশমাহ মুহাম্মদ, উপপ্রধানমন্ত্রী ওয়ান আজিজাহ, আনোয়ার ইব্রাহিম, ডিফেন্স মিনিস্টার মোহাম্মদ সাবু এবং মন্ত্রিপরিষদের সব সদস্য।
অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর পাঁচটি হেলিকপ্টারের প্রদর্শনী ছিল। এগুলো জালুর জমিলং, সশস্ত্র বাহিনীর পতাকা, মালয়েশিয়ার সেনাবাহিনী, রয়েল মালয়েশিয়ার নৌবাহিনী এবং রয়েল মালয়েশিয়ার বিমানবাহিনীর পতাকা বহন করেছিল।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর