আন্তর্জাতিক ডেস্ক: বিমানের ইঞ্জিনের ত্রুটির কারণে মাঝআকাশেই ঘটেছিল দুর্ঘটনা। ওই বিমানে ছিলেন ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময়ে বিমানে যান্ত্রিক ত্রুটির জন্য অল্পের জন্য বেঁচে যান রাহুল গান্ধী।
গত ২৭ এপ্রিল কর্ণাটক নির্বাচনের প্রচারের জন্য দিল্লি থেকে বিমানে হুবলি যাচ্ছিলেন কংগ্রেস সভাপতি। মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরিস্থিতি সামলে নেন পাইলট।
আর কয়েক সেকেন্ড হলেই বড়সড় দুর্ঘটনা হতে পারত বলে মনে করছে ডিজিসিএ। কংগ্রেসের দাবি ডিজিসিএর দুই সদস্যের কমিটির ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে।