রবিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৬:০২

গরুর গুঁতোয় আহত বিজেপির এমপি আইসিইউতে!

গরুর গুঁতোয় আহত বিজেপির এমপি আইসিইউতে!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গরুর গুঁতোয় আহত হয়েছেন বিজেপি নেতা ও এমপি লিলাধর বাঘলা। তাঁর মাথায় আঘাত রয়েছে এবং পাঁজরের হাড় ভেঙ্গে গেছে।বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। 

জানা গেছে, গুজরাটের গান্ধীনগরে নিজ বাসভবনের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন লিলাধর। সে সময় একটি গরু হঠাৎ করে তেড়ে আসে এবং তাঁকে প্রচণ্ড জোরে গুঁতো মারে। এতে তিনি মাথায় আঘাত পান এবং তাঁর পাঁজরের একাধিক হাড় ভেঙ্গে যায়। 

সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  প্রসঙ্গত, লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি গুজরাটে স্থানীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে