আন্তর্জাতিক ডেস্ক: ‘ইন্ডিগো অ্যান্ড গোএয়ার’ থেকে চাকরির অফার পেয়েছেন ইরাম হাবিব নামের এক নারী। আর এই অফার গ্রহণের মাধ্যমে প্রথম কাশ্মীরি মুসলিম নারী পাইলট হতে যাচ্ছেন শ্রীনগরের এই নারী।চলতি মাস থেকে প্রতিষ্ঠানটিতে পাইলট হিসেবে যোগ দেবেন তিনি।
দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষে পাইলট হওয়ার স্বপ্ন দেখেন ইরাম। কিন্তু এক্ষেত্রে তাকে সবাই নিরুৎসাহিত করে। তিনি দেরাদুন থেকে ফরেস্ট্রিতে স্নাতক এবং শের-ই-কাশ্মীর ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর পাস করেন।
তাঁর পরিবার চেয়েছিল স্নাতকোত্তরের পর তিনি যেন ফরেস্ট্রিতে পিএইচডি নিয়ে সরকারি চাকরি করেন। কিন্তু পিএইচডি শেষ করার পর ইরাম পাইলট হিসেবে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যান এবং ২০১৬ সালে তা শেষ হয়।
ইরাম বলেন, প্রশিক্ষণ ও পরীক্ষার সময় একজন কাশ্মীরি নারীকে পাইলট হিসেবে দেখে সবাই অবাক হন। কিন্তু সেখানে কোনো বৈষম্য ছিল না। তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্র ও কানাডায় বাণিজ্যিক পাইলট লাইসেন্স পাই। কিন্তু আমি ভারতে কাজ করার জন্য ফিরে আসি এবং ইন্ডিগো অ্যান্ড গোএয়ার’ থেকে চাকরির অফার পাই।-জিও টিভি