আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোয়েন ম্যানহাটনের একটি আদালতে নির্বাচনী প্রচারণায় অর্থবিষয়ক আইন লঙ্ঘনের কথা স্বীকার করেছেন। এবার বিপাকে ট্রাম্প।
ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট পদপ্রার্থীর নির্দেশনায় নির্বাচনে প্রভাব বিস্তারের মূল উদ্দেশ্যে তিনি আইন লঙ্ঘন করেছেন।
ট্রাম্প তার কথিত বান্ধবীকে চুপ করানোর জন্য যে অর্থ দিয়েছিলেন সে বিষয়ে দায় স্বীকার করেন তার আইনজীবী কোয়েন।
৫১ বছর বয়সি কোয়েন প্রসিকিউটরদের কাছে আটটি বিষয়ে দায় স্বীকার করেন। এর মধ্যে ব্যাংক ও কর জালিয়াতির বিষয়ও রয়েছে।
কোয়েনের এমন দায় স্বীকারের ফলে ভালোই বিপদে পড়েছেন ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম ভার্জিনিয়ায় পূর্বনির্ধারিত র্যালিতে অংশ গ্রহণের জন্য পৌঁছালেও এসব ব্যাপারে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প।
হোয়াইট হাউসও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার চেয়ারম্যান পল ম্যানাফোর্টের বিরুদ্ধে ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার এক বিচারক ব্যাংক ও কর জালিয়াতির অভিযোগ আনার পর কোয়েন এ দায় স্বীকার করলেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর