মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫০:৫৮

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াই চলছে

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াই চলছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। জাতীয় সংসদ, সংসদের উচ্চকক্ষ সিনেট এবং প্রাদেশিক পরিষদগুলোর ১,১০০ সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। এই নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হবে। পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াই চলছে।  

প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টি থেকে একজন প্রার্থী এবং বিরোধী দলগুলোর পক্ষ থেকে দু’জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্রেসিডেন্ট নির্বাচনের তিন প্রার্থী হলেন-তেহরিকে ইনসাফ পার্টির আরিফ আলভি, পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান এবং মুত্তাহেদা মজলিসে আমালের প্রধান মাওলানা ফজলুর রহমান।

নির্বাচনে জয়ী হওয়ার জন্য একজন প্রার্থীকে মোট গৃহিত ভোটের অর্ধেকের চেয়েও একটি ভোট বেশি পেতে হবে।

পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন সংসদ সদস্যরা। সূত্র: জিও নিউজ 
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে