মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৭:৩৬

'আগে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হোক, বাকিটা পরে দেখা যাবে'

'আগে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হোক, বাকিটা পরে দেখা যাবে'

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় মাঝেরহাট সেতু ভেঙে পড়ার সময় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন দার্জিলিংয়ে। ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন মমতা জানান, জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে, কী কারণে দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সে ব্যাপারে পরে আলোচনা হবে। সেগুলো তদন্ত করে দেখা হবে।

মঙ্গলবার বিকেলে দক্ষিণ শহরতলির মাঝেরহাটে একটি সেতু ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রাথমিকভাবে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দার্জিলিংয়ে জিটিএ-র বৈঠক সেরে ফেরার পরেই মুখ্যমন্ত্রীর কাছে ওই দুর্ঘটনার খবর পৌঁছায়। মুখ্যমন্ত্রী বলেন, আমরা সবাই ফিরে যেতে চাইছি। কিন্তু, এই মুহূর্তে এখান থেকে নীচে নামতেও তো ঘণ্টা চারেক সময় লাগবে। তার পর এখন আর কলকাতা ফেরার কোনো বিমান নেই। আমরা এখান থেকে পরিস্থিতির ওপর লাগাতার নজর রাখছি। আমাদের মনটা ওখানে পড়ে আছে।

গত সোমবার রাতে দার্জিলিংয়ে পৌঁছেন মমতা। বুধবার দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করার কথা আছে তার। কিন্তু, তার আগেই আজ বিকেলে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন মমতা। তিনি বলেন, একজনের মৃত্যুও দুর্ভাগ্যজনক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে