শুক্রবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৬:১৭

'বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ধসে পড়েছে সেই সেতু'

'বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ধসে পড়েছে সেই সেতু'

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের কারণে কলকাতার মাঝেরহাট সেতু ধসে পড়েছে বলে জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ।

গত মঙ্গলবার মাঝেরহাট সেতু ধসে পড়ার পরদিলীপ ঘোষের এমন ধরনের উদ্ভট মন্তব্য অনেককেই অবাক করে দিয়েছে। বিভিন্ন ধরনের বেফাঁস মন্তব্য করে তিনি আগেও বিতর্কের জন্ম দিয়েছেন। কিন্তু এই মন্তব্য সব কিছু ছাপিয়ে গেছে।
 
দিলীপ বলেন, কলকাতার সব সেতুর নীচে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা থাকেন। ওনারা রান্না করেন, তাতে ধোঁয়া হয় আর এইজন্য সেতু দুর্বল হয়ে যায়। তাই সেতু ভেঙে পড়ার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের দোষ দেওয়া যায়

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, কলকাতা ও শহরতলির আশেপাশে সরাসরি জমি দখল করে বসে আছে এইসব অনুপ্রবেশকারীরা। এনআরসি ছাড়া আর কোনো উপায় নেই। আমি তাই বারবার বলছি বাংলাতেও এনআরসি (নাগরিকত্বের তালিকা) দরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে