শনিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৮:৪০

ইমরানের স্ত্রী বুশরা 'ব্ল্যাক ম্যাজিশিয়ান'

ইমরানের স্ত্রী বুশরা 'ব্ল্যাক ম্যাজিশিয়ান'

আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তান বংশোদ্ভূত বিশিষ্ট লেখক । তার দাবি, ইমরান খানের হাতে কোনও ক্ষমতা নেই। বরং তা রয়েছে তার তান্ত্রিক বিবি বুশরা মনেকার হাতে।

এমনকি ইমরান খান পাঠান বংশের মানুষ নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তিনি ইমরান খানকে আক্রমন করে বলেন, ইমরানের হাতে কোনও ক্ষমতা নেই। আসল ক্ষমতা রয়েছ তার স্ত্রী বুশরা মানেকার হাতে। বুশরা ব্ল্যাক ম্যাজিশিয়ান বা তান্ত্রিক।

ইমরান খানের পাক ক্রিকেট দলে স্থান পাওয়া নিয়েও মন্তব্য করেছন ফাতাহ। বলেছেন, ইমরান নিজের যোগ্যতায় দলে জায়গা পায়নি। বরং জেনারেল নিয়াজির সুপারিশেই তিনি দলে স্থান পান।

তিনি বরেন, ইমরান খান আসলে পাঠানই নন। এই ধরনের লোকজন যেকোনো সময় হাতিয়ার ছেড়ে আত্মসমর্পণ করতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে