আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মতো ভারত ও মিয়ানমারেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকালের ভূমিকম্পে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হারিয়ানা ও রাজধানী দিল্লিসহ বেশ কিছু এলাকা কেঁপে উঠে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
সকালে হারিয়ানা রাজ্যের ঝজজর জেলায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১।
দুর্যোগ প্রশমন বিভাগের এক কর্মকর্তা বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঝজজরে এটা এ সপ্তাহে দ্বিতীয় ভূমিকম্প। এর আগে রবিবার ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়।
এছাড়া মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছেও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। খবর সিনহুয়ার।
দেশটির স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর