শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২১:২৬

সাপটি তার হাত থেকে পিছলে পেটের ভেতর ঢুকে যায়, তারপর...

সাপটি তার হাত থেকে পিছলে পেটের ভেতর ঢুকে যায়, তারপর...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মাতাল অবস্থায় জ্যান্ত এক সাপ খেয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের আমরোহায় ঘটেছে এই ঘটনা। নিহত ব্যক্তির নাম মহিপাল সিং। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মহিপাল সিং অত্যন্ত মাতাল অবস্থায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটি সাপ দেখতে পেয়ে সেটিকে হাতে তুলে নেন। তৎক্ষণে সেখানে বেশ কয়েকজন মানুষ জড়ো হয়ে যায়। তারা ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করা শুরু করে ও মহিপালকে সাপটি নিয়ে খেলার জন্য উস্কানি দিতে থাকে। 

মানুষজনের কাছ থেকে ইন্ধন পেয়ে মহিপাল সাপটিকে তুলে নিজের মুঠিতে লুকিয়ে ফেলে, নিজের মাথায় রেখে খেলা দেখাতে থাকে। একসময় এক ব্যক্তি তাকে সাপটি তার মুখে নিতে বলে। মহিপালও ওই ব্যক্তির কথা শুনে তাই করতে যায়। 

এক স্থানীয় বাসিন্দা জানায়, মুখে নেওয়ার সময় মহিপাল বুঝে ওঠার আগেই সাপটি তার হাত থেকে পিছলে পেটের ভেতর ঢুকে যায়। তখনই অসুস্থ বোধ করে মহিপাল। বমি করতে শুরু করেন। তবে সাপটি বেরোয়নি।

তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। স্ত্রী, এক ছেলে ও তিন কন্যা রয়েছে মহিপালের। -টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে