আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বুধবার ভারতের হরিয়ানা রাজ্যের নিজ এলাকায় ধর্ষণের শিকার হয় সেই ছাত্রী।
উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়ুয় ওই শিক্ষার্থী বুধবার তার গ্রামের কাছে একটি কোচিং সেন্টারে যাচ্ছিলেন। পথে একটি গাড়িতে করে আসা তিন ব্যক্তি ওই তরুণীকে জোর করে তুলে নেয় এবং রাস্তার পাশে একটি জমির ভেতর টেনে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে সেই ছাত্রী অজ্ঞান হয়ে গেলে দুর্বৃত্তরা তাকে কাছের একটি বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।
অভিযুক্তরা সবাই তরুণীর গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।
তরুণীর পরিবারের অভিযোগ, তারা থানায় ধর্ষণ মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে অবশ্য তারা ‘জিরো’ এফআইআর করেছে।