শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৫:৫২

মাটি খুঁড়তেই ভাগ্য বদল, লাখপতি হয়ে গেলেন গরিব কৃষক!

মাটি খুঁড়তেই ভাগ্য বদল, লাখপতি হয়ে গেলেন গরিব কৃষক!

আন্তর্জাতিক ডেস্ক: মাটি খুঁড়তেই ভাগ্য বদলে গেল কৃষকের। সারাদিন পরিশ্রম করা মানুষটাই হঠাৎ করেই হয়ে গেলেন লাখপতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা প্রকাশ শর্মা নামে এক কৃষক মাঠে খোদাইয়ের কাজ করছিলেন। তখনই তিনি একটি হিরে খুঁজে পান।

জানা গিয়েছে, ওই মাঠে প্রকাশ একাই কাজ করতেন। দুই বছর ধরে খোঁড়ার কাজ করছিলেন তিনি। শুক্রবার মাঠে কাজ করার সময়ে তিনি হিরেটি পান।

স্থানীয় এক সরকারি আধিকারিক জানিয়েছেন, হিরেটি পরীক্ষা করে দেখা হয়েছে এটি ১২.৫৮ ক্যারেটের। এবং যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে সেটি।

পরে হিরেটি নিলাম করা হয়। সেখানে হিরেটির দাম ওঠে ৩০ লক্ষ টাকা। প্রতিবেদন অনুযায়ী, নিলামের ১১% টাকা সরকারকে দিতে হয়েছে। 

হিরে পাওয়ার পরেই বদলে গিয়েছে প্রকাশের ভাগ্যের চাকা। তিনি জানিয়েছেন, নিলাম বাবদ পাওয়া টাকা তিনি ব্যবসা ও কৃষিকাজের জন্য লাগাবেন।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে