আন্তর্জাতিক ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন ১৮ এই মুহূর্তে ভারতের সবথেকে দ্রুতগতির ট্রেন। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে চেন্নাইয়ের কারখানায় তৈরি করা হয়েছে এই ট্রেন।
শুরুতে দিল্লি থেকে বারাণসী অবধি চালানো হবে এই ট্রেনটি। আগামী ১৫ ফেব্রুয়ারি ইঞ্জিনবিহীন সেমি-হাই স্পিড ট্রেনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বন্দে ভারত এক্সপ্রেসের গতি যেমন বেশি, অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়াও অনেকটাই বেশি। দিল্লি ও বারাণসীর মধ্যে এই ট্রেনের চেয়ারকারের ভাড়া ১৭৯৫ টাকা। যা শতাব্দি এক্সপ্রেসের প্রায় দেড় গুণ।
আর এক্সজিগিউটিভ ক্লাসের ভাড়া প্রায় ৩৫২০ টাকা। যা ওই দূরত্বে চলা যে কোনও প্রিমিয়াম ট্রেনের এসি কামরার ভাড়ার প্রায় ১.৪ গুণ। তবে এই ভাড়ার মধ্যে খাবারের দামও ধরা আছে।
রেলের দেওয়া হিসাব অনুসারে, এগজিকিউটিভ ক্লাসে সকালের চা, ব্রেকফাস্ট ও লাঞ্চের জন্য যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩৯৯ টাকা। যেখানে চেয়ারকারের যাত্রীদের খাবারের জন্য খরচ হচ্ছে ৩৪৪ টাকা।
দুরন্ত গতির এই বিলাসবহুল এসি ট্রেনে দিল্লি থেকে বারাণসী (৮৩৫ কি.মি) যেতে সময় লাগবে প্রায় আট ঘণ্টা। যাত্রাপথে কানপুর ও প্রয়াগরাজ (এলাহাবাদ), এই দু’টি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস।