আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের পুলওয়ামা হামলায় সিআরপিএফের ৪০ জন জওয়ান শহিদ হওয়ার ঘটনার জেরে গত ২৪ ঘন্টায় দ্রুত গতিতে পরিস্থিতি বদলাচ্ছে। গত ২৪ ঘন্টায় উপত্যকায় যে ভাবে বদল ঘটছে তাতে কিছু বড় ঘটনার স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
একদিকে যেখানে সেনা জওয়ানদের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রায় দশ হাজারেরও বেশি সেনা কাশ্মিরে বাড়ানো হয়েছে। অন্যদিকে জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে এবং দ্রুত তৈরি হয়ে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত জমাত-ই-ইসলামের প্রায় দু'ডজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও উপত্যকায় সুরক্ষা ব্যবস্থায় গত তিন দশকে সব থেকে বেশি কড়া করার পরিকল্পনা চলছে। সেই দিকেই কাজও শুরু করা হয়েছে।
শনিবারই ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে ফের বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুলওয়ামার হামলার পর আগেও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। খুবই ভয়াবহ পরিস্থিতি। আমরা এই পরিস্থিতির সমাধান চাই। বহু মানুষের মৃত্যু হয়েছে।'
কাশ্মীরে মোতায়েন সমস্ত জওয়ানদের ছুটি বাতিল করা হল। সূত্রের খবর রিজার্ভ জওয়ানদের নোটিস পাঠিয়ে তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক সঙ্গে ১০০ কোম্পানি এই এলাকায় মোতায়েন করার মতো নজিরবিহীন একটি পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন মহল।
এই পদক্ষেপ বড় কোনও ঘটনা ঘটার ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করা হচ্ছে। পুলওয়ামা হামলার পরে গার্ডের ভূমিকায় সিআরপিএফ ছাড়াও বিএসএফ, আইটিবিপিদেরকেও মোতায়েন করা হয়েছে।
কর্মকর্তারা মনে করছেন যেহেতু বেশিরভাগ জওয়ানদের লো ল্যান্ড অর্ডার ড্য়ুটিতে মোতায়েন করা হয়েছে সেই কারণে আরও রদবদল করা হবে।
জম্মু কাশ্মীরের ভিতরের অঞ্চলগুলিতে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীর প্রশাসন সাধারণ মানুষের সমস্যাকে মাথায় রেখে ওষুধ এবং রেশন মজুদ করার কথা বলেছে। এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে।
পুরো কাশ্মীরে হাই এলার্ট জারি করা রয়েছে। বিগত বছরগুলির তুলনায় নজিরবিহীন ভাবে সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার রাতে কেন্দ্র সরকার বাড়তি ১০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স মোতায়েন করার নির্দেশ জারি করা হয়েছে। এর মধ্যে ৪৫ সিআরপিএফ, ৩৫ বিএসএফ, ১০এসএসবি এবং ১০ কোম্পানি আইটিবিপি রয়েছে।