রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৩:০৩

ভারতের রেল বিপ্লব! আসছে বুলেট ট্রেন

ভারতের রেল বিপ্লব! আসছে বুলেট ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় রেলে বিপ্লব আসছে। দিল্লিতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে পাশে নিয়ে রীতি মতো উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন নরেন্দ্র মোদী। তিন দিনের ভারত সফরে এসেছেন জাপান প্রধানমন্ত্রী। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দু’দেশের মধ্যে চারটি চুক্তি সই হল। জাপানি সহযোগিতায় এ দেশের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বাই থেকে আমদাবাদের মধ্যে। ৫০৫ কিলোমিটার দূরত্ব পেরোতে এখন ভারতীয় রেলের লাগে আট ঘণ্টার মতো। কিন্তু বুলেট ট্রেনে এই সময় নেমে আসবে তিন ঘণ্টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিপ্লব ঘটাতে যাচ্ছে ভারতীয় রেল। এবং এই বিপ্লব অর্থনৈতিক উল্লম্ফনেও চালিকা শক্তি হিসেবে কাজ করবে’। এই বুলেট ট্রেন প্রকল্পের জন্য জাপানি প্রযুক্তিগত সাহায্য তো মিলছেই, একই সঙ্গে সহজ শর্তে মিলবে ১২০০ কোটি মার্কিন ডলারের বিশেষ প্যাকেজ। বুলেট ট্রেন ছাড়াও ভারত-জাপান অসামরিক পারমাণবিক চুক্তিও সই হয়েছে এ দিন। চুক্তি হয়েছে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি বিনিময় নিয়েও। নরেন্দ্র মোদী জানান, এ ছাড়াও ভারত থেকে গাড়ি আমদানি করবে জাপান। জাপানের জন্য মারুতি (সুজুকি) এখানে গাড়ি বানাবে। সেই গাড়ি তারা রপতানি করবে জাপানে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে