মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ০৮:০৩:৩৯

নরেন্দ্র মোদি ভারতের লজ্জা : মমতা ব্যানার্জী

নরেন্দ্র মোদি ভারতের লজ্জা : মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের পুলওয়ামা হামলা নিয়ে ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ বললেন, 'সেনার রক্ত নিয়ে রাজনীতি করবেন না৷ আমরা দেশের পক্ষে৷ আমরা সেনা বাহিনীর পক্ষে৷ আমরা মোদিবাবুর বিপক্ষে৷'

মঙ্গলবার প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, 'নরেন্দ্র মোদি ভারতের লজ্জা৷ সেনাকে রাজনৈতিক ভাবে ব্যবহারের নিন্দা করছি৷' এর আগে পুলওয়ামা হামলার নেপথ্যে রয়েছে অভ্যন্তরীণ ব্যর্থতা বলেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

পুলওয়ামার ঘটনা অত্যন্ত দুঃখজনক কিন্তু এই ঘটনা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গোয়েন্দাদের ব্যর্থতার জেরেই এই ঘটনা ঘটেছে। কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে ও সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি করছেন৷ হাইওয়ে দিয়ে এতগুলো গাড়ি কিভাবে যাচ্ছিল সেই প্রশ্নও করেছেন মমতা ব্যানার্জী। ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত চেয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে