আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নারকীয় ঘটনায় ক্ষুব্ধ আর শোকগ্রস্ত দিনে আমেরিকার নিউইয়র্কে মসজিদের নামে সড়কের নামকরণ করা হয়েছে। প্রবাসীদের হাতে গড়ে ওঠা জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনের ১৬৮ স্ট্রিটের একাংশের নাম এখন ‘জেএমসি ওয়ে’।
১৫ মার্চ জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে জেএমসি ওয়ের নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলার ঘটনায় নিউইয়র্কে মুসলমানদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন নিউইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও’ নিলসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।
জেমস ও’ নিল তার বক্তব্যে নিউজিল্যান্ডের মসজিদে ১৫ মার্চের হত্যাকাণ্ডের নিন্দা জানান। পাশাপাশি মুসলিমসহ সব ধর্মের লোকদের জন্য নিউইয়র্ক সিটিকে নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) সিটির অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান। জেএমসি মসজিদ ছাড়াও ইসলামি শিক্ষা-সংস্কৃতির চর্চা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
এই জেএমসি ঘিরেই সিটির কুইন্স বরোর জ্যামাইকায় গড়ে উঠেছে বৃহৎ বাংলাদেশি জনসমাজ। ‘জেএমসি’ মুসলিম কমিউনিটিসহ বাংলাদেশি কমিউনিটির কল্যাণে বিশেষ ভূমিকা রাখায় সিটি প্রশাসন জেএমসির নামে সামনের রাস্তাটির নামকরণের সিদ্ধান্ত নেয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইমাম শামসী আলী। এরপর স্বাগত বক্তব্য দেন স্থানীয় সিটি কমিশনার ররি ল্যান্সম্যান। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন নিউইয়র্কের কংগ্রেসম্যান গ্রেগরি মেক্স, কংগ্রেস ওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন ও ড্যানিয়েল রোজেনথাল, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কমিশনার জেমস ও’ নিল, সিটি কাউন্সিলম্যান কস্টা কন্সটানটিনিডিস ও ড্যানিক মিলার।
বক্তৃতা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোজাফফর হোসেন ও সাবেক সভাপতি খাজা মিজান হাসান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেএমসির সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে জেএমসি পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নিউজিল্যান্ডের মসজিদে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রত্যেকেই নিউইয়র্কে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান সম্প্রতি ধরে রাখা ও সন্ত্রাস-বিদ্বেষের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা পুনরুল্লেখ করেন। বক্তারা নিউইয়র্ক সিটিকে গড়ে তোলা ও এই মেগাসিটিকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে মুসলিম কমিউনিটির অবদানের কথাও উল্লেখ করেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে বর্ণবাদী সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে অর্ধশতাধিক মুসলমান নিহত হওয়ার ঘটনাটি উঠে আসে অনুষ্ঠানের সব বক্তার বক্তব্যে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সিটি কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যানের নেতৃত্বে জ্যামাইকার ১৬৮ স্ট্রিটের হাইল্যান্ড অ্যাভিনিউ থেকে গথিক ড্রাইভ পর্যন্ত ‘জেএমসি ওয়ে’র ফলক উন্মোচন করা হয়।
এ সপ্তাহেই নিউজার্সির প্যাটারসন নগরীতে বাংলাদেশি অধ্যুষিত ‘ইউনিয়ন অ্যাভিনিউ’কে ‘বাংলাদেশ বুলেবার্ড’ নামে নাম করেছে নগর কর্তৃপক্ষ। এর আগে দুর্বৃত্তদের হামলায় নিহত ফটো সাংবাদিক মিজানুর রহমানের নামে সিটির ওজনপার্কে ‘মিজানুর রহমান ওয়ে’ এবং ব্রঙ্কসে ‘বাংলা বাজার’ নামে সড়কের নামকরণ করা হয়েছে।