বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০১৯, ০৮:৩৬:০১

মুসলিম বিশ্বের আপত্তি অগ্রাহ্য করে জেরুজালেমে ব্রাজিলের দূতাবাস

মুসলিম বিশ্বের আপত্তি অগ্রাহ্য করে জেরুজালেমে ব্রাজিলের দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কসহ মুসলিম বিশ্বের আপত্তি উপেক্ষা করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে নতুন দূতাবাস খুলেছে ব্রাজিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরাইলের তেলআবিবে ব্রাজিলের যে দূতাবাস রয়েছে, তারই অংশ হিসেবে জেরুজালেমে নতুন অফিস চালু করা হয়েছে। এর আগে গত মাসের শুরুতে জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য ব্যবহৃত মার্কিন কনস্যুলেট বন্ধ করে তা ইসরাইলি মিশনের সঙ্গে একীভূত করেছিল যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, গত রোববার ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলে থাকা দূতাবাসের অংশ হিসেবে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি ও উদ্ভাবনে অগ্রগতির উদ্দেশে ব্রাজিল জেরুজালেমে নতুন অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে।’

২০১৭ সালের ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। একইসঙ্গে দেশটির দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। তখন থেকেই মার্কিন প্রভাবাধীন কয়েকটি দেশ আমেরিকার সমর্থনে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেয়। 

মার্কিন ঘেষা এ দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। ইসরাইলের প্রতি এমন সমর্থনে ব্রাজিলের প্রতি ভীষণ ক্ষুব্ধ হয়েছিল তুরস্ক। তেলআবিব থেকে ব্রাজিলের ইসরাইলি দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের বিষয়ে বিষয়ে ভীষণ উদ্বেগ জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

গত ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাজোর সঙ্গে সাক্ষাতকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেসভুত তাশাউসুগ্লু এই উদ্বেগের কথা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে