বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯, ০৯:০৫:৫২

সৌদিতে 'আবশের' অ্যাপ নারীদের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে!

সৌদিতে 'আবশের' অ্যাপ নারীদের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব থেকে পালিয়ে বর্তমানে জর্জিয়ায় বসবাস করছেন মাহা ও ওয়াফা আল সুবেই নামের এই দুই বোন। সৌদিতে ব্যবহার হয় এমন একটি 'অমানবিক' অ্যাপ তুলে নিতে অ্যাপল ও গুগল কর্তৃপক্ষকে জোরালো আহবান জানিয়েছেন তারা। 

এই অ্যাপটির মাধ্যমে পুরুষরা তাদের নারী স্বজনদের ভ্রমণসংক্রান্ত বিষয়ে মনিটর ও নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে নারীদের ফাঁদেও ফেলতে পারে। 

মাহা ও ওয়াফা তাদের পরিবার থেকে পালিয়ে জর্জিয়ায় আশ্রয় প্রার্থনা করেছেন।  তারা জানিয়েছেন, ওই অ্যাপটির নাম আবশের। 
এটি সৌদি সরকারের একটি ই-সার্ভিস অ্যাপ। অ্যাপটি নারীদের জন্য সুবিধাজনক নয়। কারণ, এটি সৌদি আরবের কঠোর পুরুষতান্ত্রিক অভিভাবকত্ব সিষ্টেমকে সমর্থন করে। 

এ বিষয়ে ২৫ বছর বয়সী ওয়াফা জানান, এটার (অ্যাপ) মাধ্যমে পুরুষেরা (স্বজন) নারীদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে।  তিনি অ্যাপল ও গুগল কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, তাদের এটা সরাতে হবে। 

গবেষকরা জানান, আবশের অ্যাপটির সৌদি ভার্সনও রয়েছে যা অ্যাপল ও গুগলের অনলাইন ষ্টোরে পাওয়া যায়। এটি নারী স্বজনদের বিদেশে ভ্রমণের ক্ষেত্রে পুরুষদের অনুমতি প্রত্যাহারের হালনাগাদ তথ্য দেয়। এবং পাসপোর্ট ব্যবহার করা হলে এসএমএস আপডেট পান পুরুষ স্বজনরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে