আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে এক কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকরের পর তার দেহ ক্রুশবিদ্ধ করে রাখা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দৃষ্টিতে মারাত্মক অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার পর দেহ ক্রুশবিদ্ধ করে রাখার প্রচলন রয়েছে। খবর বিবিসির।
মঙ্গলবার সন্ত্রাসবাদের অভিযোগে সৌদিতে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ডের পর তার দেহ ক্রুশবিদ্ধ করা হয়।
সৌদি সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে বেশকিছু কর্মকর্তাকে হত্যা করেছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যে জানা যায়, যাদের দণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে একজনের বয়স গ্রেফতারের সময় ১৬ বছর ছিল।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে ১৪ জন সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল।
ব্লুমবার্গ জানায়, ২০১৮ সালে একজন নারীকে হত্যার দায়ে অভিযুক্ত হওয়ার পর মৃত্যুদণ্ডে কার্যকর করার পর ক্রুশবিদ্ধ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের চেষ্টা করার পাশাপাশি অন্য একজনকে হত্যার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল।