শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯, ১২:২১:৪২

কুর্তা-মিষ্টি পাঠানো সৌজন্যতা, নরেন্দ্র মোদি সেটা বুঝেন না : মমতা

কুর্তা-মিষ্টি পাঠানো সৌজন্যতা, নরেন্দ্র মোদি সেটা বুঝেন না : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ‘মমতা দিদি আমাকে উপহার পাঠান’ বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকারের কড়া জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

অক্ষয়কে দেয়া মোদির সাক্ষাৎকারের পরদিনই বৃহস্পতিবার বীরভূমের সিউড়ির জনসভায় মমতা বলেন, সৌজন্যতা ও রাজনীতির মধ্যে ফারাক বোঝেন না নরেন্দ্র মোদি।

রাজনৈতিক সৌজন্যতা নিয়েও মোদি রাজনীতি করেন অভিযোগ করে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জী বলেন, নরেন্দ্র মোদি এখন উপহার নিয়েও লোকসভা নির্বাচনের মাঝে রাজনীতি করছেন। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের উপহারে কুর্তা-মিষ্টি পাঠানো রাজনৈতিক সৌজন্যতা। নরেন্দ্র মোদি তা বুঝেন না।

সিউড়ির জনসভায় মমতা বলেন, কুর্তা, মিষ্টি পাঠালে দোষ কোথায়? মোদিকে কুর্তা পাঠালে দোষ কোথায়? মিষ্টি তো সবাইকে পাঠাই৷ শুধু মোদিই নন, অনেককেই উপহার দিই৷ এটা নিয়ে রাজনীতি করার কী আছে?

প্রসঙ্গত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বুধবার এক অরাজনৈতিক আলাপে বসেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সে মোদি নিজের জীবনের বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন।

অক্ষয়ের এক প্রশ্নের উত্তরে মোদি বলেন, বিরোধী দলেও আমার বন্ধু আছে। গোলাম নবী আজাদ খুবই বন্ধুসুলভ। এ নির্বাচনী মৌসুমে এমনটি বলা উচিত নয়। এতে আমার ক্ষতি হতে পারে, তবু বলি মমতা দিদি আমাকে উপহার পাঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে বাঙালি মিষ্টি পাঠান। এমনকি মমতা দিদিও আমাকে বাঙালি মিষ্টি পাঠান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে