শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯, ১২:৩৫:১৪

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি ট্যাংকার ছেড়ে দিয়েছে জিব্রালটার সরকার

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি ট্যাংকার ছেড়ে দিয়েছে জিব্রালটার সরকার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বাধা সত্ত্বেও ইরানি তেল ট্যাংকার গ্রেস ওয়ানকে ছেড়ে দিয়েছে জিব্রালটার সরকার। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের শুনানি শেষে ট্যাংকারটি মুক্ত করা হয়। খবর বিবিসির।

ইরানি তেল ট্যাংকারটি আরও আগে ছেড়ে দেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ওয়াশিংটনের বাধার কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হয়।

ইরানি ট্যাংকার আটক রাখতে জিব্রালটারের কাছে যুক্তরাষ্ট্র আবেদন জানিয়েছিল। এ কারণে ট্যাংকারটির মুক্তিকে আমেরিকা ও ব্রিটেনের জন্য বড় ধরণের পরাজয় হিসেবে গণ্য করা হচ্ছে।

জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্ডো ইরানের তেল ট্যাংকার গ্রেস ওয়ানের আটকাদেশের মেয়াদ বাড়ানোর জন্য বৃহস্পতিবার আদালতে কোন আবেদন করেননি।

এর আগে ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক জাতীয় সংস্থার উপ-প্রধান জলিল ইসলামি জানিয়েছিলেন, তারা তেল ট্যাংকারটিকে ছাড়িয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। লন্ডন কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানে আগ্রহ দেখিয়েছে।

যুক্তরাজ্যের নৌবাহিনী গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-১ কে আটক করে। এর পর থেকে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াতে থাকে। অবশেষে নানা নাটকিয়তার পর বৃহস্পতিবার এটি মুক্ত হলো।

উল্লেখ্য, জিব্রালটার যুক্তরাজ্যের অধীনস্থ একটি এলাকা যা স্পেনের দক্ষিণে, আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরের প্রবেশপথে অবস্থিত। স্পেনের মূল ভূখণ্ডের সাথে লাগোয়া জিব্রালটার প্রায় ৩০০ বছর ধরে ব্রিটেনের শাসনাধীন।

কিন্তু স্পেন কখনই ভূমধ্য সাগর তীরের এই অংশটির দাবি ছাড়েনি। মাঝে মধ্যেই তারা ক্ষুদ্র এই ভূখণ্ড ফেরত দেওয়ার দাবি করেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নকে স্পেনের সরকার বলেছেন ব্রিটেনের সাথে ব্রেক্সিট নিয়ে আপোষ মীমাংসায় জিব্রালটারের নিয়ন্ত্রণের ইস্যুটি শর্ত হিসাবে জুড়তে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে