শুক্রবার, ০৮ নভেম্বর, ২০১৯, ১১:৩৯:১১

আজ শনিবার সকালেই বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা হবে

আজ শনিবার সকালেই বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা হবে

আন্তর্জাতিক ডেস্ক : আজ শনিবার সকালেই উত্তরপ্রদেশের অযোধ্যার বহুল আলোচিত রাম মন্দির ও বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়ে দিল ভারতের শীর্ষ আদালত। 

শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে লেখা আছে শনিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি।

বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির। মামলার সঙ্গে যুক্ত তিন পক্ষ অর্থাত্‍ নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমানকে কোর্টে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি টানা ৪০ দিন ধরে শুনানির পর গত ১৬ অক্টোবর শুনানি শেষ হয় এই মামলার। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন শুনানি শেষ, কিছুদিনের মধ্যেই রায় ঘোষণা করা হবে। তখনই আন্দাজ করা গিয়েছিল নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হয়তো এই রায় ঘোষণা হবে। 

কারণ ১৭ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করছেন গগৈ। তার আগেই যে তিনি এই মামলার রায় ঘোষণা করবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। সেটাই হল। অযোধ্যা মামলার রায়ের দিন যত এগিয়ে আসছিল তত উ'ত্‍ক'ণ্ঠা বাড়ছিল। 

রায় ঘোষণার পর যাতে কোনও রকমের অ'প্রী'তিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যেই গোটা উত্তরপ্রদেশ জুড়ে সুরক্ষা বাড়িয়েছে যোগী আদিত্যনাথের সরকার। সেইসঙ্গে মামলার রায় যে তাদের পক্ষেই যাবে সেই দাবি জানিয়েছে সব পক্ষই। 

অযোধ্যার বাবরি মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল করসেবকদের উ'ন্ম'ত্ত আ'ক্র''মণে, সেই সৌধের জমি সমেত মোট ২.৭৭ একর জমি নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমানের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের রায়ে।

সেই নি'র্দে'শকে চ্যা'লে'ঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তিন পক্ষই। মধ্যস্থতা করার চেষ্টাও করা হয়। কিন্তু কোনও ফল মেলেনি। তারপরেই হয় এই ম্যারাথন শুনানি। এখন দেখার আজ কী সিদ্ধান্ত নেয় দেশটির সর্বোচ্চ আদালত। সূত্র : ইন্ডিয়া টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে