সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪:১২

বি'ক্ষো'ভে উ'ত্তা'ল রাজধানী দিল্লী, রাস্তায় হাজার হাজার ছাত্ররা

বি'ক্ষো'ভে উ'ত্তা'ল রাজধানী দিল্লী, রাস্তায় হাজার হাজার ছাত্ররা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলনের জেরে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে দিল্লি পুলিশ বাহিনী। দক্ষিণ দিল্লিতে নয়া আইন নিয়ে বি'ক্ষো'ভে হিং'সার পর পুলিশ এই পদক্ষেপ করে। 

পুলিশ বাহিনী বিশ্ববিদ্যালয় চত্বরে কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠি চার্জ করে। তার আগে সরাই জুলেইনা ও মথুরা রোডে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশের বক্তব্য চারটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। 

পুলিশ জানিয়েছে, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি ফায়ার সাভির্সের গাড়ির পথ আ'ট'কায় ও সেটির ক্ষ'তি করে। হিং'সার জে'রে দুজন ফায়ার সাভির্সকর্মী আ'হ'ত হয়েছেন বলে জানিয়েছে তারা। দিল্লি ট্রাফিক পুলিশ একটি টুইটে জানিয়েছে আ'ন্দো'লনের জে'রে ওখলা আন্ডারপাস থেকে সরিতা বিহার পর্যন্ত যান চলাচল ব'ন্ধ রাখতে বাধ্য হয় তারা।

এদিকে দক্ষিণ দিল্লির বি'ক্ষো'ভে জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্ররা যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রাক্তন ছাত্রদের সংগঠন। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বারবার আন্দোলন শান্তিপূর্ণ রাখার কথা বলেছি। হিং'সার সঙ্গে যারা যুক্ত তাদের আমরা নি'ন্দা করছি। তাদের দাবি, সঠিক আন্দোলনকে ব'দনা'ম করবার জন্য কিছু লোক এই হিং'সা ঘটিয়েছে।

জামিয়া মিলিয়ার ঘটনার নি'ন্দায় সরব হয়েছে এনএসইউআই এবং জেএনইউটিএ। ব'র্ব'র'তার সীমা অ'তিক্র'ম করেছে বলে মন্তব্য করেছে জেএনইউ শিক্ষকদের সংগঠন। প্রগতি ময়দান, দিল্লি গেট, আইটিও এবং আইআইটি মেট্রো স্টেশনের ঢোকা ও বেরোনোর গেট বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

এদিকে, শুধু রাজধানী শহর দিল্লী নয়, উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও। পুলিশ ওই এলাকাতেও লাঠি চা'র্জ করেছে এবং কাঁদানে গ্যাস ছুড়েছে। পুলিশ সূত্রে খবর, ছাত্রদের সঙ্গে বি'ক্ষো'ভে সামিল হয়েছিলেন আরও অনেক বহিরাগত মানুষ। 

২০০-৩০০ জনের জমায়েতের বদলে বি'ক্ষো'ভে সামিল ছিলেন হাজারখানেক মানুষ। বা'ধা দিলে পুলিশকর্মীদের সঙ্গে বেশ কিছু বি'ক্ষো'ভকারীর ধ'স্তাধ্ব'স্তিও হয়। প'রি'স্থি'তি বে'সা'মা'ল হয়ে গেলে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা মিছিল থেকে পুলিশের উপর পাথর ও ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। পরে কাঁদানে গ্যাস ও রবার বু'লে'টও ছোঁড়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে