সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ০২:৫৪:০৬

দিল্লিতে মুসলিম শিক্ষার্থীদের ফাঁ'সাতে বাসে আ'গুন দিল পুলিশ!

দিল্লিতে মুসলিম শিক্ষার্থীদের ফাঁ'সাতে বাসে আ'গুন দিল পুলিশ!

আন্তর্জতিক ডেস্ক : দিল্লিতে মুসলিম শিক্ষার্থীদের ফাঁ'সাতে বাসে আ'গুন দিল পুলিশ! ভারতের রাজধানী দিল্লির বিখ্যাত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-পুলিশ সংঘ'র্ষ চলাকালীন পরিস্থিতি যাতে আরও অ'গ্নিগ'র্ভ হয়ে ওঠে সেই জন্যে কিছু বাসে আ'গুন ধ'রিয়ে দিয়েছে পুলিশই, এমন চা'ঞ্চল্যকর অ'ভি'যোগ উঠে আসছে। শুধু তাই নয়, ওই দাবির সপক্ষে একটি ভি'ডিও ভা'ইরাল হয়েছে।

ভি'ডিও'তে দেখা যাচ্ছে, একটি বাসে কেরোসিনের জার থেকে কিছু তরল ছিটিয়ে দিচ্ছেন এক পুলিশ কর্মী। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের সময় সময় পুলিশের সঙ্গে সংঘ'র্ষ বাঁ'ধে।

গতকাল রবিবার সন্ধ্যায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর নৃ'শং'সতা চালিয়েছে দেশটির পুলিশ। কিন্তু এই ঝামেলা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয় ওই ভি'ডিও যা দেখে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

এই ঘটনার বিষয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ অনেকেই অ'ভি'যোগ করছেন যে পুলিশেরই কিছু কর্মী এই ভাঙ'চুর এবং অ'গ্নিসং'যোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও পুলিশের তরফ থেকে এই ধরণের সমস্ত অ'ভিযো'গ অ'স্বীকার করা হয়েছে।

ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর নৃ'শং'সতা চালিয়েছে এ ব্যাপারে জামিয়ার প্রধান প্রক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, ‘পুলিশ জো'র করে ক্যাম্পাসে ঢু'কেছে। তাদের কোনো অনুমতি দেয়া হয়নি। আমাদের কর্মকর্তা ও শিক্ষার্থীদের মা'র'ধ'র করা হয়েছে। তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়েছে। লাইব্রেরিতে পড়তে বসা শিক্ষার্থীদের তুলে নিয়ে গেছে পুলিশ বলে খবরে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সংহ'তি জানিয়ে স্থানীয়রাও বি'ক্ষো'ভে যোগ দিয়েছেন।’

এ সময় ভিসি নাজমা বলেন, ‘পুলিশ যেভাবে শিক্ষার্থীদের ওপর হা'মলা চালিয়েছে, এটা ঠিক হয়নি। তাদের উচিত ছিল, অনুমতি নিয়ে ক্যাম্পাসে ঢো'কা।’ শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নি'ক্ষেপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা আহ'ত হয়েছেন। এ হা'মলা ঠিক হয়নি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে