বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৯:১৯

বি'ক্ষোভকারীদের দেখামাত্র গু’লি করার নির্দেশ দিলেন মন্ত্রী

বি'ক্ষোভকারীদের দেখামাত্র গু’লি করার নির্দেশ দিলেন মন্ত্রী

আন্তর্জতিক ডেস্ক : সম্প্রতি ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উ'ত্তাল ভারত। বি'ক্ষোভ দ'মনে মা'রমু'খী হয়েছে পুলিশ। এরই মধ্যে বি'ক্ষোভ'কা'রীদের দেখামাত্র গু'লির নির্দেশ দিয়েছেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি। অব্যাহত বি'ক্ষোভের মধ্যেই ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন নির্দেশ দেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে ব্যা'পক বি'ক্ষোভ হয়েছে।

এদিকে পুলিশের বা'ধায় বিভিন্ন এলাকায় এ বি'ক্ষোভ স'হিংস'তায় রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে একাধিক ট্রেনে আ'গুন দিয়েছে বি'ক্ষো'ভকারীরা। প্রসঙ্গটি টেনে রেল প্রতিমন্ত্রী বলেন, ‘আমি জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি- কেউ রেলের সম্পত্তি ন'ষ্ট করতে এলেই গু'লি চালান। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই আমি এই নির্দেশ দিয়েছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘এমনিতেই পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বে রেল লোকসানে চলছে। সেখানে ১৩ লাখ কর্মচারী মানুষকে ভালো পরিষেবা দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু বিরোধীরা সমাজবিরোধীদের দিয়ে এই কাজগুলো করিয়ে সেগুলি সমর্থনও করছেন।’ ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, কেন্দ্রীয় মন্ত্রীর গু'লি করার এই নির্দেশের পর সমালোচনার ঝড় উঠেছে।

এদিকে অনেকেরই প্রশ্ন, একজন রেল প্রতিমন্ত্রী কি এমন নির্দেশ দিতে পারেন? সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এতে বলা হয়েছে- মুসলিম ছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অ'ত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

এদিকে বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ব্যাপক বি'ক্ষোভে উ'ত্ত'প্ত হয়ে উঠে ভারত। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অ'গ্নিগ'র্ভ হয়ে উঠে। পরে বি'ক্ষো'ভ ছড়িয়ে পড়ে রাজধানী নয়াদিল্লিসহ গোটা ভারতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে