সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:২০:৫২

শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি

শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের সাথে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে নিয়ে সাজানো ক্রিকেট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

সিরিজটি শুরু হবে ২৮ নভেম্বর। প্রথম তিন দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় তিন দিনের ম্যাচ মাঠে গড়াবে বসুন্ধরা স্টেডিয়ামে, ৩ ডিসেম্বর থেকে। এরপর তিনটি ওয়ানডে খেলবে দুই দল—যথাক্রমে ৭, ৯ এবং ১২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

ঘোষিত বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন জুনিয়র দলের নিয়মিত পারফরমাররাই। ধারাবাহিকভাবে রান করে যাওয়া অদ্রিত ঘোষের পাশাপাশি রয়েছেন সামি, কাওসার ও অন্যান্য পরিচিত মুখ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল:
মোহাম্মদ সামি, কাওসার আহমেদ (উইকেটকিপার), জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, ফাইয়াজ রহমান, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার ও নুবায়েত আলম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে