বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫১:৫৪

নাগরিকত্ব আইনে ভারতীয় মুসলিমদের কোনও ক্ষ'তি হবে না : দিল্লির শাহি ইমাম

নাগরিকত্ব আইনে ভারতীয় মুসলিমদের কোনও ক্ষ'তি হবে না : দিল্লির শাহি ইমাম

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে যখন উ'ত্তা'ল হয়ে উঠেছে গোটা দিল্লী তখনই ভারতীয় মুসলিমদের আশ্বস্ত করলেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম। 

শাহি ইমাম আস্বস্ত করে বলেছেন, নাগরিকত্ব বিলে ভারতীয় মুসলিমদের কোনও ক্ষ'তি হবে না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন এনআরসি আর ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন এখনও আইন হয়নি।

নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে গোটা দেশ উ'ত্তা'ল। দিল্লি থেকে কলকাতা, উত্তর পূর্বের রাজ্য গু'লি উ'ত্তা'ল হয়ে উঠেছে। আসামে জা'রি হয়েছে কা'র্ফু। উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বি'চ্ছি'ন্ন হয়ে গিয়েছে। ট্রেনে বাসে আ'গু'ন লাগিয়ে অ'স্থি'রতা তৈরি করেছে প্র'তিবা'দীরা। রাজধানী দিল্লিও উ'ত্তা'ল হয়ে উঠেছে।

দেশ উ'ত্তা'ল হয়ে উঠেছে বুঝতে পেরেই দিল্লির জামা মসজিদের শাহি ইমাম আহমেদ বুখারি আস্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, এই আইনে ভারতের মুসলিমদের কোনও বি'প'দ হবে না। আন্দোলনের অধিকার সকালের আছে। তবে সেই আন্দোলন গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ হওয়াই বা'ঞ্ছ'নীয়। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সং'ঘ'র্ষের ঘটনার পর সকলকে শা'ন্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে