শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ০২:২৪:০৯

আমি ঘণ্টা বাজালাম ঢং, ঢং : মোদীকে নিশানা মমতার

আমি ঘণ্টা বাজালাম ঢং, ঢং : মোদীকে নিশানা মমতার

আন্তর্জাতিক ডেস্ক: পোশাক দেখে বোঝা যাচ্ছে কারা হিং'সা ছড়া'চ্ছে। নরেন্দ্র মোদীর মন্ত'ব্যে বুধবার পা'ল্টা বিঁ'ধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তৃণমূল নেত্রীর কথায়,''পোশাক দেখে বুঝি চেনা যায়! পোশাক দেখে চেনা গেলে তো ঘণ্টা দেখেও চেনা যাবে।''

এদিন রানি রাসমণির সভায় বাউলদের সঙ্গে গাইতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। কাঁসরও বা'জান। এরপর ভাষণের মাঝে নেত্রী বলেন, ''আমি ঘণ্টা বাজালাম। চেনো আমি কে? আমার পরিচয় তো জানতে চাইছ। আমি মাঙ্গলিক ঘণ্টা বাজাচ্ছি। ঢং, ঢং কত মানে হয় বুঝে নাও!'' এরপর মমতা আরও বলেন,''কেউ বলবে মাঙ্গলিক ঘণ্টা, কেউ বলবে বিদায়ঘণ্টা, কেউ বলবে মৃ'ত্যুঘণ্টা, কেউ বলবে বিস'র্জনের ঘণ্টা। আমি তো ঘণ্টা বাজিয়ে দিলাম। কোনওদিন শাঁখ বাজাব। কোনওদিন বাউল গান হবে।''

দিন কয়েক আগে ঝাড়খ'ণ্ডের সভায় মেরুকরণ উ'স্কে প্রধানমন্ত্রী বলেছেন,''পোশাক দেখেই বোঝা যাচ্ছে কারা হিং'সা ছড়াচ্ছে। আমিও টিভিতে বি'ক্ষো'ভের দৃ'শ্য দেখেছি। তাতে ভারতবাসী নিশ্চিত হয়েছেন মোদী ও সংসদ নাগরিকত্ব সংশো'ধনী আইন এনে সঠিক কাজ করেছে।'' স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী মন্ত'ব্যকে সমর্থন দিয়েছেন অমিত শাহ। তাঁর মতে, প্রধানমন্ত্রী কী খারা'পটা বলেছেন? উনি নিজের পক্ষ রেখেছেন। তার সমালো'চনা বা প্রশংসা হতেই পারে। 

এদিন রাষ্ট্রসঙ্ঘের নজ'রদা'রিতে CAA ইস্যু'তে গণভোটের দাবিও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,''সারা ভারতবর্ষে একটা গণভোট হোক হয়ে যাক। আপনি করবেন না। রাষ্ট্রসঙ্ঘ করবে। মানবা'ধিকার কমিশনের প্রতিনিধিরা থাক। তাদের নিয়ে কমিটি হোক। তৃণমূলের থাকার দরকার নেই। বিজেপির থাকার দরকার নেই। হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্ট্রানের দরকার নেই।'' বিজেপি নেতা মুকুল রায় পা'ল্টা পশ্চিমবঙ্গে গণভোটের দাবি তুলেছেন। তিনি বলেছেন,''আমি বলছি, রাষ্ট্রসঙ্ঘের নজ'রদা'রিতে পশ্চিমবঙ্গে একটা গণভোট হোক। কত লোক ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান?একটা লোকও ওনাকে চাইবে না।'' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে