আন্তর্জতিক ডেস্ক : ভারতের বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার ফুঁ'সে উঠেছে পাকিস্তানি হিন্দুরা। আইনটিতে মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈ'ষম্যের অভিযোগ এনে অবিলম্বে বি'ত'র্কিত এই আইন বাতিলের দাবি জানিয়েছেন তারা। গলফ নিউজ সূত্রের বরাতে শনিবার সংবাদ প্রতিদিন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, পাকিস্তানের হিন্দুরা ভারতের বি'তর্কিত নাগরিকত্ব গ্রহণ করতে চান না। দুবাইয়ে কর্মরত এক পাকিস্তানি হিন্দু দিলীপ কুমার বলেছেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব আইন বৈ'ষম্যমূলক। এটি মানবতা ও সনাতন ধর্মের পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘মানুষ হিসেবে, ধর্মের ভিত্তিতে প্রণয়ন করা কোনো আইন আমরা মানি না। পাকিস্তানের হিন্দুরা সবসময় সংখ্যালঘুদের ওপর অ'ত্যাচা'রের বি'রুদ্ধে প্র'তিবাদ জানিয়েছে। সেই কারণেই ভারতীয় মুসলমানরা আ'তঙ্কি'ত হন, এটা আমরা চাই না।’
একই সুর শোনা গেছে পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায়ের গলায়। রেভারেন্ড জোহান কাদির নামের এক পাকিস্তানি খ্রিস্টান ধর্মাবলম্বী বলেন, ‘পাকিস্তানের খ্রিস্টানরা ভারতের নাগরিকত্ব নিতে মোটেও আগ্রহী নয়। মোদির এই নয়া আইন সংখ্যালঘুদের পক্ষে নয়। এটি মানবতার বিরোধী।’