আন্তর্জাতিক ডেস্ক : মুখ্যমন্ত্রীর পদের লড়া'ইয়ের জন্য দীর্ঘ ৩৫ বছরের জোটসঙ্গী বিজেপির সঙ্গে সম্পর্ক ছে'দ করেছে শিব সেনা। মহারাষ্ট্রে অ-বিজেপি সরকার গড়তে 'চিরশত্রু' কংগ্রেসের সঙ্গেও হাত মিলিয়েছে বালাসাহেব ঠাকরের দল।
এবার সং'শো'ধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়েও বিজেপির বি'রু'দ্ধে সুর চ'ড়া'ল শিব সেনা। সাংসদ সঞ্জয় রাউত এই আ'ইনের বিরো'ধিতায় তো'প দাগলেন, 'কারও বাপের দেশ নয় এটা'!
রবিবার টুইটারে বিজেপিকে একহাত নিয়ে রাউত বিখ্যাত কবি রাহাত ইন্দোরির কবিতার লাইন উদ্ধৃত করে লেখেন, 'সভি কা খুন শামিল হ্যায় এহাঁ কি মিট্টি ম্যায়, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়!'
যার অর্থ, 'সবার রক্ত মিশে আছে এই দেশের মাটিতে, কারও বাপের দেশ নাকি ভারত'! এর আগে রাজ্যসভাতে নাগরিকত্ব সংশো'ধনী বিল পেশের সময় কেন্দ্রকে আ'ক্র'মণ করেছিলেন রাউত। তখন বলেছিলেন ভোটব্যাংকের রাজনীতির জন্য বিজেপি দেশে হিন্দু-মুসলিম বিভা'জনের সৃষ্টি করছে। সরকার হিন্দু শরণার্থীদের দেশের কোথায় থাকার ব্যবস্থা করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো কেন্দ্রের পরিকল্পনা নিয়ে উদ্বে'গ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, 'আমি জানতে চাই, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর তাদের কোথায় ও কীভাবে পুনর্বাসন দেবে সরকার? আমার মনে হয় না কেন্দ্রের নির্দিষ্ট কোনও পরিকল্পনা রয়েছে।'