আন্তর্জাতিক ডেস্ক : পথে নেমে প্র'তিবা'দের পঞ্চম দিনে বিজেপির মধ্যে 'সূক্ষ্ম' বিভা'জন উ'স্কে দেওয়ার কৌ'শ'ল নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এ জন্য একদিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে পরিস্থিতির হাল ধরার ডাক দেন।
পাশাপাশি অটলবিহারী বাজপেয়ীর উদাহরণ তুলে এনে বলেন, ''অটলজি থাকলে এখন প্রথমে রাজধর্ম পালন করতে বলতেন।'' উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশ জুড়ে অ'গ্নিগ'র্ভ আন্দোলনের মোকাবিলায় গু'লি চালিয়ে মা'রার যে নি'দা'ন দিয়েছেন, তার কড়া স'মালো'চনা করে মমতা বলেন, ''এটা কোনও মুখ্যমন্ত্রীর বক্তব্য হতে পারে! ওকে সিএম বলতেও লজ্জা লাগে!''
সংশোধিত না'গ'রিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বি'রু'দ্ধে ধারাবাহিক আন্দোলনে মমতা এতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আ'ক্রম'ণের মূল লক্ষ্য করেছিলেন। সঙ্গে নি'শানায় ছিলেন প্রধানমন্ত্রীও।
শুক্রবার এই অবস্থান থেকে কিছুটা সরে এসে তিনি সরাসরি মোদীর উদ্দেশে বলেন, ''আপনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন। আপনি দেশের প্রধানমন্ত্রী। আপনি নিজে হস্তক্ষেপ করুন। আসুন সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করি। আপনি এই আইন বাতিল করুন।''
লোকসভায় শাহের পেশ করা নাগরিকত্ব সংশোধনী বিলের ভোটাভুটির দিনে অনুপস্থিত ছিলেন মোদী। সেই প্রসঙ্গ টেনে মমতার খোঁচা, ''সংসদে থাকা সত্ত্বেও আপনি কেন ভোট দেননি? তা হলে তো আপনিও ওই বিল সমর্থন করেন না।''
মমতা বলেন, ''বিজেপি নেতাদের বলব এমন কোনও বিবৃতি দেবেন না যাতে উত্তে'জনা ছড়ায়।'' পার্ক সার্কাস ময়দানের সমাবেশে তার মন্তব্য, ''বিজেপি নেতারা বলছেন, খেলা দেখাবেন। কত বড় খেলোয়াড় হয়ে গিয়েছেন সবাই! লাট্টু, কবাডি, হাডুডু তো খেলেন নি। কী খেলা দেখাবেন? কেউ আপনাদের চায় না।''