আন্তর্জাতিক ডেস্ক : সিএএ, এনআরসি তো বটেই এমনকি এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করার বি'রু'দ্ধেও ভারতের অনেক রাজ্যের আ'প'ত্তি রয়েছে। তা সত্ত্বেও মঙ্গলবার এনপিআর আপডেট করায় সবুজ সং'কে'ত দিয়ে দিলো ভারতের কেন্দ্রী মন্ত্রিসভা।
এই কাজে খরচ পড়বে সাড়ে ৮ হাজার কোটি টাকা। এদিন একথা জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আসাম ছাড়া সারা দেশেই এনপিআর বাধ্যতামূলক করা হচ্ছে। কোনও একটি এলাকায় ৬ মাসের ওপর থাকলে তবেই এনপিআর এ নাম নথিভুক্ত হবে।
এনপিআর নিয়ে কাজকর্ম তাদের রাজ্যে হবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ, কেরালা ও পাঞ্জাব। কিন্তু ভারত সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যগুলিকে এটা মানতেই হবে। এছাড়া আর কোনও পথ তাদের সামনে খোলা নেই। এনপিআর আপডেট শেষবার হয় ২০১৫ সালে। আবার ২০২০ সালে এনপিআর আপডেট করতে চাইছে ভারত। কাজ চলবে ২০২০ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তারপরই ২০২১ সালের জনগণনা।
মোদি সরকার বলছে রাজ্যগুলিকে মানতেই হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা কিন্তু সাফ জানিয়েছেন তিনি এটা হতে দেবেন না তার রাজ্যে। ফলে নতুন করে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সং'ঘা'ত সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে কী আগামী দিনে এনপিআর বি'রো'ধী আন্দোলনও রাজ্যে দানা বাঁ'ধ'তে চলেছে। এদিন মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভা এনপিআর আপডেট নিয়ে সবুজ সংকেত দেওয়ার পর সেই সম্ভাবনাও পরিস্কার।