আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন ইতিমধ্যে উ'ত্তা'ল গোটা দেশ। বিজেপি শা'সিত রাজ্যগুলিতে প্রাণও হা'রিয়েছেন অনেকে। এই পরি'স্থিতিতে বি'ত'র্কিত মন্তব্য করে বসলেন যোগীর রাজ্যের কাইথালের বিজেপি বিধায়ক লীলা রাম গুরজার।
তার কথায়, এটা মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহরুর দেশ নয়। এটা নরেন্দ্র মোদি এবং অমিত শাহের দেশ। তাই চাইলেই এক ঘণ্টার মধ্যে সমস্ত প্র'তিবা'দীদের শেষ করে দেব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভা'ইরা'ল হয়েছে লীলা রাম গুলজারের ওই ভিডিওটি।
সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, 'যারা মিথ্যা ছড়াচ্ছে, সেই সমস্ত লোকজনদের আমি বলতে চাই, মিঁঞা এটা আজকের ভারতবর্ষ। এটা গান্ধী বা নেহরুর নয়, মোদি এবং অমিত শাহের ভারতবর্ষ। একবার বললেই এক ঘণ্টার মধ্যে সব সাফ করে দেব। তাহলেই আপনাদের ভু'লভ্রা'ন্তি দূর হয়ে যাবে।'
এর সঙ্গেই তিনি বলেন, 'আমি আপনাদের কাছে জানতে চাইছি, কেন আপনারা টিভি এবং সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিস দেখে নিজেদের মানসিক শ'ক্তির ক্ষ'য় করছেন।'