আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি হা'ম'লায় সোলাইমানির যোগ নিয়ে মিথ্যা বলছে আমেরিকা বলে দাবি করেছে ইরান। আমেরিকার সঙ্গে গত কয়েক বছরে ভারতের সম্পর্ক ভালো হলেও, ইরান ভারতের দীর্ঘ দিনের বন্ধু।
তাদের মতদপু'ষ্ট এক জেনারেল ভারতের বুকে হা'মলা চালিয়েছে, যদি এই কথা প্রমাণ হয় তবে ভারত-ইরানের সম্পর্কে চি'ড় ধরবে। তাই মার্কিন প্রেসিডেন্টের সোলাইমানিকে নিয়ে করা মন্তব্যকে না'ক'চ করেছে ইরান।
ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি ছেগেনি এই বিষয়ে বলেন, 'ট্রাম্পের যা ইচ্ছা তা বলতে পারে। তবে এটা ট্রাম্পের বলা একটা বড় মিথ্যা। জেনারেল সোলাইমানি একজন সৈন্য ছিলেন। তিনি কোথাওই কোনও নির্দো'ষ মানুষের উপর আ'ক্র'মণের সঙ্গে যুক্ত ছিলেন না।'
তিনি আরও বলেন, 'জেনারেল সোলাইমানি আইএসআইস, আলকায়েদার সঙ্গে ল'ড়াই করেছেন। তাকে ইরাক ও সিরিয়া সরকার জ'ঙ্গি দমনের জন্য পরামর্শ দিতে ডেকেছিল। তাকে যারা হ'ত্যা করেছে তারা এই কাজ জ'ঙ্গিদের ম'দ'ত দিতে করেছে।'
শুক্রবার মার্কিন সেনার অ'ভিযা'নে ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানির মৃ'ত্যু হয়েছে৷ এরপরেই সেই হ'ত্যা করার যৌ'ক্তি'কতা পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, ২০১২ সালে দিল্লি হা'মলার জন্য দা'য়ি ছিল এই সোলাইমানি। পাশাপাশি তিনি বলেন, পশ্চিম এশিয়ায় গত ২০ বছর ধরে স'ন্ত্রা'স চালাচ্ছিল সোলাইমানি৷
এদিকে, জ'ঙ্গি দ'মনের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ভারতের সখ্যতা বেড়েছে। তবে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কও এই কারণে বা'জে করতে চাইবে না দিল্লি। এদিকে দিল্লিতে বিদেশি কূটনীতিবীদের উপর হা'ম'লায় ইরান যোগ থাকলে আমেরিকার কথামত ইরানের সঙ্গে সম্পর্ক ছে'দ করতে হতে পারে ভারতকে। সেই ক্ষেত্রে ইরানের তেলও ভারতে আর আসবে না। যার প্র'ভা'ব পড়বে ভারতে অর্থনীতিতে।