আন্তর্জতিক ডেস্ক : নিজের স'ন্ত্রা'সী পদক্ষেপকে যৌ'ক্তিক হিসেবে তুলে ধরতে ইরানের ৫২টি স্থানে হা'মলার হু'মকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি। আজ রবিবার তিনি এ কথা বলেছেন।
মুসাভি আরো বলেন, কাসেম সোলাইমানিকে হ'ত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র অ'ত্যন্ত ঘৃ'ণ্য, অগ্রহ'ণযোগ্য এবং ব্যাখ্যার অ'যোগ্য অপ'রাধ করে ফেলেছে। এখন সেই কু'কর্ম ঢাকতেই নানা ধরনের অ'যৌক্তিক কথা বলা হচ্ছে; হা'মলার হু'মকিও আসছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাসেম সোলাইমানিকে হ'ত্যার কারণে ইরান যদি হা'মলা চালায়, তাহলে ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হা'মলা চালানো হবে।
অন্যদিকে সোইলামানি হ'ত্যার পর থেকেই ইরান বলে আসছে, চ'রম প্র'তিশোধ নেওয়া হবে। এজন্য গতকালই যু'দ্ধের পতাকা টাঙানো হয়ে গেছে। ইরাকে নিযুক্ত মার্কিন দূতাবাসেও গতকাল থেকেই হা'মলা চালানো হচ্ছে। সোলাইমানিকে হ'ত্যার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।